খাগড়াছড়ি প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগ পানছড়ি উপজেলা শাখার উদ্যোগে এক হাজার পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার বিতরণ করা হয়,
পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের হলরুমে (১৭ এপ্রিল)সকাল ১০.৩০ মিনিটে পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব’র সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,
মংসুইপ্রু চৌধুরী বলেন- বাংলাদেশ আওয়ামীলীগ
খাগড়াছড়ির মাটি ও মানুষকে ভালোবেসে সবসময় অসহায় মানুষের পাশে থাকে,আওয়ামীলীগ গ গৃহহীন মানুষ কে পাকাঁবাড়ি করে দিয়েছে, অনাহা থাকা মানুষের মুখে খাবার তুলে দিয়েছে আওয়ামীলীগ, সামনে জাতীয় নির্বাচন সবাই নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে,সবাইকে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও বাবু কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।
বিশেষ অতিথি ছিলেন – পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন,খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আকতার হোসেন, পানছড়ি উপজেলা আওয়ামিলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।