সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালীর নামে ফটোসেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে পরিষদ চত্বরে র্যালীর নামে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে দাঁড় করিয়ে কয়েকটি ছবি নিয়ে র্যালী শেষ করা হয়। এই ফটো সেশনে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, তাড়াশ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন। দাড় করানো র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানেও ছিলো না কন্যা সন্তানের অভিভাবক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়। এ ব্যাপারে তাড়াশ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।