সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সকল গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেনের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪ টার সময় তাড়াশ প্রেসক্লাব হলরুমে দৈনিক আমাদের সময় পত্রিকার তাড়াশ প্রতিনিধি মোঃ সাব্বির আহমেদের সভাপতিত্বে এই সভার আয়োজন করা হয়।
এসময় ওসি সাংবাদিকদের কাছ থেকে উপজেলার বিভিন্ন বিষয়ে তথ্য জানেন এবং উপজেলা বর্তমান চিহ্নিত সমস্যাগুলো সমাধানে বিভিন্ন উদ্যোগের বিষয় অবগত করেন।
এসময় বক্তব্য রাখেন, দৈনিক টাইবুনাল পত্রিকার তাড়াশ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, বিজয় টেলিভিশনের চলনবিল প্রতিনিধি মোঃ আলহাজ্ব (রনি), দৈনিক জবাবদিহি পত্রিকার চলনবিল প্রতিনিধি মোঃ এম. সানোয়ার হোসেন সাজু, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার তাড়াশ প্রতিনিধি সাব্বির মির্জা, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার চলনবিল প্রতিনিধি মুনি আক্তার, দৈনিক আলোকিত সকাল পত্রিকার চলনবিল প্রতিনিধি মোঃ শরীফ আহমেদ, দৈনিক ভোরের ডাক পত্রিকার তাড়াশ প্রতিনিধি মো ফিরোজ আহমেদ, দৈনিক ভোরের বাণীর তাড়াশ প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন, দৈনিক জবাবদিহি পত্রিকার তাড়াশ প্রতিনিধি মোঃ আলাউদ্দিন হোসেন প্রমুখ।
এছাড়া উপজেলা সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।