খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) সকাল ৯.৩০ মিনিটে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা জানানো হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যানমিত্র বড়ুয়া’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু,তিন পার্বত্য সংরক্ষিত আসনের নারী এমপি বাসন্তী চাকমা,সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার,দপ্তর সম্পাদক চন্দন দে, উপ দপ্তর সম্পাদক নুরুল আজম, সদস্য শামীম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস, পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, কৃষক লীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য,জেলা যুবমহিলালীগের সভাপতি বিউটি রানি ত্রিপুরা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আকতার হোসেন,শ্রমিক লীগের আহ্বায়ক জানু শিকদার সহ সকল সহযোগির সংগঠনেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন।