সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির শুরু হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আইসিটি অফিসার মহায়মেনুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ, রায়গঞ্জ থানার তদন্ত অফিসার মোঃ ওয়াসিম আল বারী, উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা দেওয়ার শহিদুজ্জামান সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।