মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ১.৪০ ঘটিকার সময় সলঙ্গা থানার রামার চর নিউ রুপালী হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত মাদক কারবারি হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাহির মাদি গ্রামের মৃত নূরনবীর ছেলে মোঃ মাহিত (২০)।
সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ এর সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর রাত ১.৪০ ঘটিকার সময় সিরাজগঞ্জ র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সলঙ্গা থানার রামার চর নিউ রুপালী হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে বনপাড়া হতে ঢাকাগামী মহাসড়কের উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং নগদ ১,৫১৭ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে খুলনা বিভাগের বিভিন্ন জেলা হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।
পরে আটককৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।