ফয়সাল চৌধুরী, আটপাড়া প্রতিনিধিঃ
নেত্রকোনার আটপাড়ায় আলোচনা চলছে এক সাহসী যোদ্ধা ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ এঁর নাম। উপজেলার স্বল্প শুনই গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া ময়মনসিংহ শহরে প্রাথমিক শিক্ষা নিয়ে বেড়ে উঠা এই যোদ্ধা মাধ্যমিক পাঠ সম্পন্ন করেন ঢাকায়। পরবর্তীতে ঢাকা কমার্স কলেজ থেকে শিক্ষা জীবন সম্পন্ন করেন।
তিনি নেত্রকোনা জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। ঢাকার অলিগলিতে ছুটে বেড়িয়েছেন স্বেচ্ছাসেবক দল কে সুসংগঠিত ও দলের নেতাকর্মীদের সাহস যোগাতে। আওয়ামী সরকারের আমলে তিনি নিষ্ঠা ও সাহসিকতার সহিত কুমিল্লা বিভাগের বিগত সরকার বিরোধী আন্দোলনে দলের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি সারা দেশে বিগত সরকার বিরোধী আন্দোলনের অগ্রভাগে থেকে নিজেকে জড়িয়ে রেখে কর্মীদর সাহস যোগীয়েছেন। রাত দিন দলের হয়ে কাজ করতে যেয়ে অনেক মিথ্যা মামলার আসামী এবং জেল কাটতে হয়েছে তাকে।সাম্প্রতিক সময়ে অসময়ে দেশের ১৩জেলায় বয়ে যাওয়া বন্যায় দলের হয়ে বানভাসি মানুষের পাশে অগ্রভাগে থেকে কাজ করে দলের নীতি নির্ধাকদের কাছে আস্হা কুড়িয়েচেন তিনি। এখানে উল্লেখ্য যে, তিনি বিগত সময়ে নেত্রকোনা -৩ (আটপাড়া -কেদুয়া) নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য প্রার্থী হয়ে দলের মনোনয়ন প্রত্যাশী হয়ে ছিলেন। সৎ ও ক্নিন ইমেজের অধিকারী এই সাহসী নেতা ইতিমধ্যে আটপাড়া -কেন্দুয়ার দলের ও দলের বাহিরেও বহুু মানুষের সুখে দুখে পাশে থেকে কাজ করছেন।
এবিষয়ে তাঁর লক্ষ্য কি জানতে চাইলে প্রতিবেদক কে জানান,সমাজের প্রতিটি স্তরে বৈশম্য দূর করে আগামী দিনে সকলে মিলে যাতে আমরা সুন্দর ও শান্তিপূর্ণ একটি সমাজ এবং দেশ গঠন করতে পারি। এটাই আমার মূল লক্ষ্য।