আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নানা আয়োজনে নেত্রকোনার আটপাড়ার নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ১২ রবিউল আওয়াল ১৪৪৬ হিজরী পবিত্র ঈদ- ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম ও শিক্ষা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার সকালে বিদ্যালয়ের মিলনাতয়নে এ আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজমুল করিম হীরা। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আজিজুল হক, সঞ্জিত কুমার মহালনবিশ, আবু সায়েম, লাকী সুলতানা, মনিরুজ্জামান, জয়ন্ত কুমার বণিক, মো. খলিলুর রহমান, মো. সোহেল উদ্দীন, মো. রুহুল আমীন, তপন দেবনাথ, মো. মোয়াজ্জেম হোসেন,জয় সোম, সাংবাদিক ফয়সাল চৌধুরী সহ শিক্ষার্থীবৃন্দ। পরে দোয়া অনুষ্ঠিত হয়।