সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নের দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
সোমবার(১৭ এপ্রিল) সকাল ১০টায় সোনাখাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল রিপন ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ শওকত আলী, ইউপি সচিব মোঃ মেহেদী হাসান ও ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ। সোনাখাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২ হাজার ৩ শত ৩৪ জন দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।