আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার আটপাড়ায় নানা আয়োজনে
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন
বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। তবে বন্যার কারণে এবার সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির আটপাড়া বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মাসুম চৌধুরী, সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব খসরু আহমেদ, উপজেলা আহবায়ক কমিটির সদস্য, মাহমুদুন্নবী টুটুল, সাজেদুর রহমান, মোর্শেদ হাবিব ভুঁইয়া জুয়েল, মোশাররফ হোসেন তালুকদার, মাইনুল হাসান মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর হাসান রূপন, সাবেক মহিলা দলের সভাপতি রানোয়ারা বেগম সহ আরো অনেকেই। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।