আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
ছোটবেলা থেকে ব্যবসার নেশা মহরম আলীর। সেই ৮ বছর বয়স থেকে শুরু করেছিলেন ব্যবসা৷ স্কুলেও ভর্তি হয়েছিলেন, তবুও মনোযোগ ছিলো ব্যবসার প্রতি। স্বাধীনভাবে কিছু করতে চেয়েছেন সবসময়। নিজের মত করে দাঁড়াতে চেয়েছেন জীবিকার শক্ত ভিতের ওপর। দৃঢ় ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও মেধার কারণে আজ তিনি একজন সফল কৃষি উদ্যোক্তার গল্পে পরিণত হয়েছেন। ব্যবসায় সুবিধা করতে না পারে ২০০৮ সালে মাত্র ১৭ বছর বয়সে পাড়ি জমান মালোয়শিয়ায়। মালোয়শিয়ায় বসে তিনি পরিকল্পনা করেন উদ্যােক্তা হওয়ার৷ অর্থ উপার্জনের পর ২০১২ সাল কিনে ফেলেন জমি৷ এরপর ২০১৪ সালে দেশে ফিরে এসে ইসলামি ব্যাংক থেকে সিসি ঋণ নিয়ে ফিশারী করা শুরু করেন, ইসলামি ব্যাংকের সহযোগিতায়, ২০১৪ সালে ব্যবসয়াীর জন্য সিসি ঋণ, নিয়ে গড়ে তুলেন উজ্জ্বল এগ্রো ফিশারিস। এরপর ফিশারিতে রেনুর মাধ্যমে পাবদা মাছ, বাংলা মাছ, গুলশা মাছ চাষ করেন। উদ্যোক্তা উজ্বল মিয়া ওরফে মহররম আলী বলেন প্রতি বছরে মাছ চাষে ৫০-লাখ টাকা ব্যায় করে রেনুর মাধ্যমে পোনা উৎপাদন করে, মাছ চাষ করে বছর শেষে মাছ তুলে ও বিক্রি করে বর্তমানে ১০-১৫ লাখ টাকা লাভ হয়। বর্তমানে তাঁর ১০০০ শতাংশ জমি রয়েছে। তাঁর ফিশারীর মাছ পাইকারী বিক্রি করে দেশের বিভিন্ন প্রান্তে এবং দেশের গন্ডি পেরিয়ে বিদেশে যায়৷ এ ছাড়াও উদ্যোক্তা উজ্জ্বল মিয়া ওরফে মহরম আলী মাছ চাষের পাশাপাশি তাঁর একটি ছোট খামারে ৮টি গরু, যার মধ্যে দেশী জাতের গাভী, ষাড় জাতের গরু রয়েছে এছাড়াও ১০০ টি মুরগি, ১২ টি ছাগল ও রয়েছে। এ ছাড়াও তাঁর ফিশারীর দু পাশে রয়েছে বিভিন্ন শাক সবজির বাগান।