খাগড়াছড়ি প্রতিনিধিঃ
শুভ নববর্ষ ১৪৩০ উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে টাউন হল থেকে শোভাযাত্রাটি বিভিন্ন বর্ণিল সাজে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সদিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে -উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি), উপস্থিত ছিলেন -মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসস্তি চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, জোন কমান্ডার লে: কর্ণেল মো. আবুল হাসনাত, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. জাহিদ হাসান, খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, বিভিন্ন সামরিক বেসামরিক নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন দপ্তরের প্রধান গণসহ বিভিন্ন জাতী সম্প্রদায়ের মানুষ।