নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ভালুকায় চাঁদাবাজ,সন্ত্রাসী,মাদক ব্যবসায়ীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
০৯মে (বৃহস্পতিবার) উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুড়া নারঙ্গীপাড়া এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা স্থানীয় শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু ইসমাইল হোসেন ও তাইজউদ্দিন বাহিনী কর্তৃক বিভিন্নভাবে নির্যাতনের শিকার ও বসতবাড়িতে হামলার অভিযোগ করেন।
এ সময় বক্তারা ইসমাইল হোসেন ও তাইজ উদ্দিন সহ সন্ত্রাসী বাহিনীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান