আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তির লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুয়ায়ী নেত্রকোনার আটপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী আলী খানের উদ্যাগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা চত্বরসহ, উপজেলার বিভিন্ন স্থানে ফলজ ও ঔষধী বৃক্ষ রোপন ও বিতরন করা হয়।
সবাইকে বৃক্ষ রোপণের প্রতি আহ্বান জানিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী আলী খান বলেন বাংলাদেশের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় বৃক্ষ রোপন কর্মসূচীতে উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ১০০ টি বিভিন্ন ফলজ, বনজ এবং ঔষধি গাছ রোপন করেছি। সেই সাথে গাছগুলো যাতে তীব্র গরমে ও পানি সংকটে না ভুগে সে ব্যাপারেও আমরা ব্যবস্থা নিয়েছি এবং সজাগ থাকছি।