আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার আটপাড়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান
সংসদের ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার দিনব্যাপী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আটপাড়া উপজেলা শাখার উদ্যোগ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৮টায় নিজ কার্য়ালয়েজাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়, পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
সকাল ১১ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়, পরে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের পর শহীদ সহ সকল মুক্তিযোদ্ধাগণের স্মরণে নিরবতা পালন করা হয়, বেলা ২ টায় সংক্ষিপ্ত আলোচনার পর দোয়া মাহফিল করা হয়৷ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আটপাড়া উপজেলা শাখার সভাপতি এইচ. এম এমদাদ নূরী, সহসভাপতি মোজ্জামেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার, প্রবাসী কল্যাণ সম্পাদক আব্দুল আল মোমেন, পরিবহন সম্পাদক আব্দুল আওয়াল, আইন বিষয়ক সম্পাদক মামুন তালুকদার, সম্মানিত সদস্য মেনু মিয়া, শাহীন, টিটু, আল্লাদ মিয়া, মহব্বত মিয়া, সুজন মিয়া খায়রুল ইসলাম, আরাফাত, আশরাফুল ইসলাম আবির, উজ্জ্বল মিয়া, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সহ সংগঠনের নেতৃবৃন্দ।