চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালীতে মতবিনিময় সভা করে প্রার্থীতা ঘোষণা করলেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন সরকার।
শুক্রবার (৮মার্চ) বিকেলে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন সরকারের আয়োজনে তার নিজ বাড়িতে উপজেলা আ.লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হজরত আলী মাস্টারের সভাপতিত্বে উপজেলা আ.লীগের সহ-সভাপতি নুর মোহাম্মদ চৌধুরি সঞ্জুর পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আ.লীগের নেতাকর্মী, ইউনিয়ন আ.লীগের নেতাকর্মী সহ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি সহ ১৫শ লোক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত সকলই দুই হাত উচিয়ে ফারুক সরকারের পক্ষে নির্বাচনী কাজ করার অঙ্গিকার করেন।