আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ, এই প্রতিপাদ্যের আলোকে নেত্রকোনার আটপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আটপাড়া আয়োজনে শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি উপজেলার সড়ক প্রদক্ষিণের পর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় এসে মিলিত হয়৷
দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, সহকারী কমিশনার (ভূমি) নীলুফার ইয়াসমিন নিপা, উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক , উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, এসআই গৌতম , দৈনিক আজকের পত্রিকার আটপাড়া উপজেলা প্রতিনিধি ফয়সাল চৌধুরী।