নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহে নাগরিক সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন সাংবাদিক হুমায়ুন আহমেদ। বৃহস্পতিবার (৭ মার্চ) জেলার ত্রিশাল উপজেলায় অবস্থিত ড্রিম ভিলেজ পার্ক ও রিসোর্ট লিমিটেডে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা পান তিনি।
সাংবাদিক হুমায়ুন আহমেদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রধান সম্পাদক খায়রুল আলম রফিক। ইংরেজী দৈনিক দি এশিয়ান এজ পত্রিকায় কর্মরত সাংবাদিক হুমায়ুন আহমেদ ময়মনসিংহে নাগরিক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ এই সম্মাননা স্মারক পাওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার পরিচালনা ও সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ এবং সারাদেশ থেকে আসা সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।