চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আসন্ন সিরাজগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে চৌহালীতে মতবিনিময় সভা ও প্রচার প্রচারণা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোকবুল হোসেন মুকুল। মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে চৌহালী উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সকল ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মোকবুল হোসেন মুকুল চেয়ারম্যান পদে নিজের পক্ষে ঘোড়া মার্কায় ভোটপ্রার্থনা করেন। এসময় নির্বাচিত হলে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সারা জেলায় সমন্বিত উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজ, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম খান, কামারখন্দ উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আলামীন হোসেন বাবু, জেলা যুবলীগের সাবেক দপ্তর ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মাহবুব রহমান, কামারখন্দ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য খলিলুর রহমান,কামারখন্দ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম পলাশ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, জেলা পরিষদ সদস্য মোঃ মাসুদ রানা সহ সকল ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় বক্তারা ঘোড়া মার্কায় ভোট দিয়ে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আলহাজ্ব মোকবুল হোসেন মুকুলকে বিজয়ী করার আহ্বান জানান।