সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) ১৪৩০ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৪ এপ্রিল)সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। মঙ্গল শোভাযাত্রায় সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ।
আইসিটি অফিসার মহায়মেনুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয় সহ আরো অনেকে।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ, রায়গঞ্জ পৌর সভার মেয়র আব্দুল্লাহ আল পাঠান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) তানজিল পারভেজ সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে এবং বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।