কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি মেপে দেওয়া আমিন আবদুল মালেক হত্যা মামলার মূল অভিযুক্ত আজিজুল হককে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) এর সহযোগিতায় নরসিংদী জেলা থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা-পুলিশ। সে উপজেলার পূর্ব কুমারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে। আজিজুল হক জমি মেপে দেওয়া আমিন আবদুল মালেক (৭৫) হত্যা মামলার মূল আসামি ছিলেন।
পাকুন্দিয়া থানার ওসি মো.আসাদুজ্জামান টিটু গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া আজিজুল হককে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এনিয়ে এ মামলায় এজাহারনামীয় মোট সাতজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, উপজেলার হোসেন্দী পূর্ব কুমারপুর গ্রামে দীর্ঘদিন ধরে আবদুল মালেক ও আজিজুল হকদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছে। এর জেরে গত ৪ফেব্রæয়ারি আজিজুল হকদের হামলায় গুরুতর আহত হন আবদুল মালেক। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ৯টার দিকে আবদুল মালেক মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মো.রফিকুল ইসলাম বাদী হয়ে আজিজুল হককে এক নম্বর আসামি করে ১৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬জনকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।