আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার আটপাড়ায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষক (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় “আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শস্যের নিবিড়তা ও উৎপাদন” শীর্ষক কর্মশালা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আটপাড়ার উদ্যোগে স্বরমুশিয়া ইউনিয়নের অভয়পাশা গ্রামে
প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ সালমা আক্তার, নেত্রকোন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্ব ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ফয়জুন নাহার নিপার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প খামারবাড়ি, ঢাকার প্রকল্প পরিচালক জিয়াউর রহমান, অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলাপ রিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন রেখা প্রমুখ।