কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাসেল মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার কোদালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা-পুলিশ। এসময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া রাসেল মিয়া পৌর সদরের চরলক্ষীয়া গ্রামের রেনু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া রাসেল মিয়া চোর চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে পাকুন্দিয়া ও কিশোরগঞ্জ সদর থানায় পাঁচটি চুরির মামলা রয়েছে। শনিবার দিবাগত রাত ৯টার দিকে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো.জামিল হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ কোদালিয়া এলাকায় অভিযান চালায়। এসময় কোদালিয়া জামান ফিলিং স্টেশনের সামনের ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়ক থেকে তাকে আটক করে পুলিশ। পরে তার সঙ্গে থাকা একটি চোরাই পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ওই যুবক একজন পেশাদার মোটর সাইকেল চোর। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তাকে আদালতের মাধমে জেলহাজতে পাঠানো হয়েছে।