কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আজগর হোসেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান টিটু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.মিছবাহ উদ্দিন, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে স্থানীয় শহিদ মিনারে পুস্পস্তর্বক অর্পন, আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।