কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ১১৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিনব্যাপি স্কুল মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিন। খেলা উদ্বোধন করেন, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রæপ ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল হক।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহŸায়ক সাবেক ভিপি মো. ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আনোয়ার হোসেন আনার, হাবিবুল্লাহ খোকন, রোজী আক্তার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ললিতা আক্তার বীথি, চÐিপাশা ইউনিয়ন আওয়ালীগের সভাপতি ডা. মো. ইব্রাহীম, স্থানীয় আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল মোমেন, মাজহারুল হক এংরাজ, মফিজুল ইসলাম, এম এ হান্নান ও মনিরা আক্তার প্রমুখ।