কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রামীণ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে ভিত্তি প্রস্থর উন্মোচনের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২(পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট মো.সোহরাব উদ্দিন।
জানা যায়, উপজেলার নারান্দী ইউনিয়নের আগরপাট্টা থেকে ছোট আজলদী পর্যন্ত প্রায় অর্ধ-কিলোমিটার গ্রামীণ রাস্তা এলজিইডির অধীনে পাকাকরণ হচ্ছে। এতে চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৭ লাখ ৪৩ হাজার টাকা।
এ রাস্তাটি পাকাকরণের ফলে অত্র এলাকাসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাগব হবে বলে স্থানীয়রা জানান।
উদ্বোধনের সময় উপজেলা প্রকোশলী মো.যুবায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহ্বায়ক ভিপি মো.ফরিদ উদ্দিন, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, নারান্দী ইউপি চেয়ারম্যান মুছলেহ উদ্দীন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ রশীদ ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুল্লাহ খোকন, আনোয়ার হোসেন আনার, নারান্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক শাকিল মিয়া ও উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক একরাম হোসেন টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।