আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
২০২৩-২০২৪ অর্থ বছরের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় রঙিন ফুলকপি ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আটপাড়া, নেত্রকোনা বাস্তবায়নে বানিয়াজান গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নেত্রকোনার উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নূরুজ্জামান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোনার অতিরিক্ত উপ -পরিচালক (পি.পি.) এ.এম শহীদুল ইসলাম, বানিয়াজান ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান ফেরদৌস রানা আনজু, মাঠদিবস সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়জুন নাহার নিপা, সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ খান, এ সময় উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা বদরুন্নাহার তুষ্টি।