কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবদুল মালেক (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের পরিবারের বরাত দিয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান টিটু তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত আবদুল মালেক উপজেলার হোসেন্দী ইউনিয়নের পূর্ব কুমারপুর গ্রামের বাসিন্দা। তিনি জমি মাপার কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার হোসেন্দী পূর্ব কুমারপুর গ্রামের আবদুল মালেক এর সঙ্গে পাশের বাড়ির আজিজুল গংদের জমি-জমা নিয়ে বিরোধ চলছে। এনিয়ে রবিবার দুপুরে স্থানীয়ভাবে শালিস দরবার বসে। শালিস থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আবদুল মালেকের ওপর হামলা চালান। এ সময় তাদের হামলায় গুরুতর জখম হন আবদুল মালেক। পরে স্থানীয় লোকজন আবদুল মালেককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আবদুল মালেককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।
নিহতের ছেলে রফিকুল ইসলাম রানা বলেন, পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন আমার বাবার ওপর হামলা চালিয়ে হত্যা করেছেন। আমি তাদের দৃৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ওসি মো.আসাদুজ্জামান টিটু বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়না তদন্ত চলছে। ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।