ত্রিশাল প্রতিনিধিঃ
ময়মনসিংহের সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়নের চূড়খাই পাচঁরাস্তা মোড়ে সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ ১০ দফা দাবিতে (১৩ এপ্রিল ২০২৩ইং) বৃহস্পতিবার বিকাল ৪টায় মানববন্ধন কর্মসূচি পালন, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ শুক্কুর মাহমুদ ববি।
এ সময় মানববন্ধন কর্মসূচি, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১২নং ভাবখালী ইউনিয়নের কৃষকদলের সাবেক সভাপতি ও বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিলন আহমেদ, ইউনিয়ন বিএনপির ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান খোকা, ইউনিয়ন বিএনপির সাবেক নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান হবি, ইউনিয়ন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার মনির হোসেন মনির ও ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের আনোয়ার হোসেন সরকার প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এমন সময় মানববন্ধন কর্মসূচির বক্তারা বলেন ১০ দফা দাবি আদায়ের কোন প্রয়োজন নেই আমাদের দাবি দফা এক হাসিনা সরকারের পদত্যাগ চাই।