মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছা প্রতিনিধিঃ
কথা ছিলো বাবা-মা’র ঘরের আদুরে কন্যা সন্তান একসময় স্বামীর ঘর আলোকিত করবে। কিন্তু বিধি বাম! বিয়ের ৫০ দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে ভবলীলা সাঙ্গ করলো ৮ ভাই বোনের সর্বকনিষ্ঠ হাজেরা খাতুন(১৮)। বিলম্বে প্রাপ্ত ময়মনসিংহের মুক্তাগাছা থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, হাজেরার ব্যক্তিগত ডায়েরিতে লিপিবদ্ধ জনৈক ব্যক্তির সেলফোন নাম্বার নিয়ে স্বামী মোঃ মোশারফ হোসেন (২২) এর সাথে কথা কাটাকাটির প্রেক্ষিতে গালমন্দ ও মানসিক নির্যাতনের অপমান সহ্য না করতে পেরে লোকলজ্জার ভয়ে বসত বাটির থাকার ঘরে বাঁশের ধণ্যার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে হাজেরা। গত ০৩-০২-২০২৪ ইং তারিখ রাত আনুমানিক ১১:০০ টা থেকে ০৪-০২-২০২৪ ইং মধ্যরাত ১২:২০ মিনিটের দিকে ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন ১নং দুল্লা ইউপি’র নটাকুড়ি গ্রামে ঘটনাটি ঘটে বলে সূত্র জানায়।
সংবাদ পেয়ে মুক্তাগাছা থানা অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার্স ও ফোর্স সমন্বয়ে ঘটনাস্থল পরিদর্শন ও ভিকটিম এর লাশ থানায় নিয়ে আসে। এ ব্যাপারে হাজেরার বড় ভাই একই সাকিনের মোঃ আবুবকর সিদ্দিক,পিতা মৃত মঞ্জুল হক বাদী হয়ে মুক্তাগাছা থানায় আত্মহত্যার প্ররোচনার অপরাধে বাংলাদেশ দঃবিঃ ৩০৬ পেনাল কোড ১৮৬০ ধারা মতে একটি মামলা রুজু করে । মামলা নং- ৮/৩৫ । লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নববধূ হাজেরার অন্তিম শয়ানে পরিবারে শোকের মাতম বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মামলার একমাত্র আসামি মোঃ মোশারফ হোসেন কে গ্রেফতার করতে পারে নি।
সংবাদ শিরোনাম ::
বিয়ের মেহেদী না শুকাতেই গৃহবধূর আত্মহত্যা স্বামী পলাতক
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:১৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
- ৩২৬ বার পড়া হয়েছে