কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ-২(পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো.সোহ্রাব উদ্দিন হঠাৎ পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। শনিবার সন্ধ্যায় হঠাৎ তিনি স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শনে যান।
এসময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন ব্যক্তিদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। পাশাপাশি চিকিৎসা সেবার মান বাড়ানো, ওষুধপত্র ব্যবস্থাপনা, চিকিৎসা সরঞ্জামসহ হাসপাতালটির অবকাঠামোগত উন্নয়নে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নূর-এ-আলম খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহŸায়ক মো.শামসুদ্দোহা, ভিপি মো.ফরিদ উদ্দিন, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা যুবলীগের আহŸায়ক সাবেক ভিপি মো.হেলাল উদ্দিন, যুগ্মআহŸায়ক একরাম হোসেন টিপুসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।