কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
‘একটি শিশু দু’টি গাছ, সবুজে সবুজে ছেয়ে যাবে চারপাশ’ এই প্রতিপাদ্যকে লালন করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী প্লাটফর্ম ভয়েস অব পাকুন্দিয়ার উদ্যোগে নবজাতককে একটি ফলজ ও একটি বনজ বৃক্ষ উপহার দেয়ার কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় উপজেলার কোদালিয়া গ্রামের আলফাজ উদ্দিনের সদ্য জন্ম নেয়া নবজাতকের হাতে ভয়েস অব পাকুন্দিয়া টিমের সদস্যরা বৃক্ষ দু’টি তুলে দিয়ে এ কর্মসূচী উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ভয়েস অব পাকুন্দিয়ার ক্রিয়েটর ও এডমিন এসএম রায়হান, প্রকৌশলী আরিফুল ইসলাম, মাহমুদুর রহমান আফ্রীদ, চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, ভিওপি বøাড ডোনার ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রকি প্রমুখ।
এমন বিকল্পধর্মী উদ্যাগ সম্পর্কে জানতে চাইলে এসএম রায়হান জানান, একটি বৃক্ষ মানুষকে যা দেয় তা কল্পনাতীত। অক্সিজেন, ফল, কাঠ, অর্থসহ সবকিছুর জোগানদাতা হচ্ছে একটি বৃক্ষ। তাই চিন্তা করলাম একটি শিশুর হাতে আমরা যদি বৃক্ষ উপহার দিয়ে মানুষের মাঝে বৃক্ষের উপকারিতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে পারি তাহলে সমাজে একটি বৈপ্লবিক পরিবর্তন হবে। এর আগে গত সপ্তাহে আমরা ঘোষণা দিয়েছিলাম উপজেলার যে কোনো এলাকায় নবজাতক জন্ম নেলে তাকে উপহার হিসেবে দুটি করে বৃক্ষ উপহার দেব। এরই পরিপ্রেক্ষিতে আজ ওই নবজাতকের বাড়িতে গিয়ে দুটি বৃক্ষ উপহার দিয়েছি। পাশাপাশি নবজাতকের ভবিষ্যত চিন্তা করে পরিবারের কাছ থেকে আরও ৫টি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি নিয়েছি। আমাদের এ প্রয়াস অব্যাহত থাকবে।