কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজগর হোসেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নূর-এ-আলম খান, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান মো.নুরুজ্জামান বাবু, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, চণ্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শামছু উদ্দিন ও সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু প্রমুখ।
সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, যানজট ও সিএনজি, অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি রোধের উপর গুরুত্বারোপ করা হয়।