আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে নেত্রকোনার আটপাড়ায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উদযাপন উপলক্ষে, দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক তুহিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার ঘোষ, বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন খান প্রমুখ।