নিজস্ব প্রতিবেদকঃ
প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর বাসায় গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের পক্ষ থেকে শোক জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১২ এপ্রিল) রাতে ধানমন্ডির বাসায় যান আমির খসরু। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে শ্রদ্ধা জানাবে বিএনপি।
এসব তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বুধবার রাতে প্রয়াত জনস্বাস্থ্য চিন্তাবিদ ডা. জাফরুল্লাহ চৌধুরীর বাসায় গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি শোকবইয়ে সই করেন। রাত ১১টার সময়ও আমির খসরু জাফরুল্লাহ চৌধুরীর বাসাতেই ছিলেন বলে জানান শায়রুল কবির। মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর সংবাদ প্রকাশ হলেও বিএনপি বুধবার দুপুর সোয়া ১২টার দিকে শোক বিবৃতি পাঠায়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার সকাল ১১টা কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রতিনিধি দল শ্রদ্ধা জানাবেন। তাদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধারাও থাকবেন। এরপর দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে জানাজায় অংশ নেবেন তারা। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এক সিনিয়র নেতা বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যু পরবর্তী পরিস্থিতি নিয়ে আলাপ করেছেন।