ময়মনসিংহ প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহ্বানে ভালুকায় যুবলীগের উদ্যোগে প্রতিবন্ধী ও অসহায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে ভালুকা পৌরসভার কাঠালী এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা শাহরিয়ার হক সজিবের ব্যক্তিগত উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।
যুবলীগ নেতা শাহরিয়ার হক সজিব দ্যা এশিয়ান এজকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহ্বানে এই শীতবস্ত্র বিতরন করছেন তিনি।
এসময় তিনি জানান, তার বাবার মুক্তিযোদ্ধা ভাতা থেকে প্রাপ্ত অর্থ ও নিজস্ব অর্থায়নে তিনি প্রতিবছরের ন্যায় এবারও তিনি এই শীতবস্ত্র বিতরন করছেন।
এসময় ৫ শতাধিক প্রতিবন্ধী ও অসহায় শীতার্ত নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।