ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের মুক্তাগাছায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের লাঞ্চিত করা হয়েছে। মুক্তাগাছা পৌরসভার ৯নং ওর্য়াডের আয়োজনে শনিবার (১৩ জানুয়ারি) ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা চলাকালীন হঠাৎ করে উত্তেজিত হয়ে সাংবাদিকদের গায়ে হাত তোলেন মুক্তাগাছা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর বজলু রশীদ, পরে তার গুন্ডা বাহিনীও হামলায় যোগ দেয়।
এ সময় মুক্তাগাছা প্রেসক্লাবের সাবেক সম্পাদক শফিক সরকার, প্রেসক্লাবের সদস্য রিপন সারোয়ার ও সুলব সহ মুক্তাগাছা উপজেলা প্রেসক্লাবের তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবুল হোসেন সহ বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব এর স্হায়ী সদস্য মীর সবুর আহম্মেদ এর উপর আক্রমণ করে বজলু রশীদ গং।
এ বিষয়ে ঘোড়া দৌড় প্রতিযোগিতার প্রধান অতিথি মেয়র বিল্লাল হোসেন সরকার এবং মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী দুঃখ প্রকাশ করেন। আলহাজ্ব আরব আলী বলেন সাংবাদিকরা আমাদের সমাজের দর্পন, এমন ঘটনা খুবই দুঃখজনক।