মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়নসিংহের মুক্তাগাছা কুমারগাতা ইউনিয়নের মনতলা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি হাফ বিল্ডিং ভবনে সন্ধ্যা ৭ টায় অগ্নি সংযোগ করেছে দুবৃত্তরা। এতে ভবনটির ৪টি কক্ষ ক্ষতিগ্রস্থ হয় তারমধ্যে ৩টি কক্ষের সকল মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ফায়ার সার্ভিস দীর্ঘ এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম বলেন, কে বা কারা আগুন লাগিয়েছে এটা তার জানা নেই। তবে এ ঘটনাকে নাশকতা হিসেবে দেখছেন তিনি। মুক্তাগাছা পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, দুস্কৃতিকারীরা এখানে আগুন লাগিয়েছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। এ ঘটনায় আমাদের দলীয় লোকজন তৎপর হয়েছে আগামীকাল সুন্দর ও সুষ্ঠুভাবে মুক্তাগাছায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘটনার সত্যতা স্বীকার করে মুক্তাগাছা থানার ওসি ফারুক আহমেদ বলেন, এটা কোন নাশকতার ঘটনা নয়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।