নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাসের ঈগল প্রতিকের জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জানুয়ারী) বিকেলে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকীর সভাপতিত্বে চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষের মিছিল নিয়ে সমবেত হয় নেতাকর্মীরা। এতে জনসমুদ্রে রুপ নেয় সমাবেশস্থল।
কামরুল হায়দার মুন্নার সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা আ.লীগের উপদেষ্টা সদস্য আলহাজ্ব হযরত আলী মাষ্টার, আ. লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস জাহাঙ্গীর কবির রানা, ওয়াটা কেমিক্যাল এর চেয়ারম্যান শিল্পপতি নজরুল ইসলাম মন্ডল, সিরাজগঞ্জ জেলা আ.লীগের উপদেষ্টা সদস্য শিল্পপতি মজিবুর রহমান, চৌহালী উপজেলা আ.লীগের সহসভাপতি নুর হোসেন চৌধুরী সঞ্জু, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদের আলী আকন্দ, বেলকুচি পৌর আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর সিরাজুল ইসলাম, চিকিৎসা প্রযুক্তিবিদ ডা. সেলিম রেজা, উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল প্রমুখ।
আব্দুল লতিফ বিশ্বাস তার বক্তব্যে বলেন- আ.লীগের নেতাকর্মীরা আজ নির্যাতিত, নিপিড়ীত তাই তারা আমার সাথে আছে। গত ১০ বছরে বেলকুচি-চৌহালীতে কোনো রাস্তা-ঘাট, ব্রিজ কিছুই হয়নি। আমি নির্বাচিত হলে সারাদেশের উন্নয়নের ধারাবাহিকতায় চৌহালী-বেলকুচির উন্নয়ন করা হবে। ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে ঈগল প্রতিকে ভোট প্রার্থনাও করেন তিনি।
শিল্পপতি নজরুল ইসলাম মন্ডল তার বক্তব্যে বলেন শীত, বন্যা, নদী ভাঙন সহ যে কোনো দূর্যোগে আপনাদের পাশে ছিলাম, আছি। যাদের ঘর নাই তাদের ঘর দিচ্ছি, যারা অর্থের অভাবে চিকিৎসা ও মেয়ের বিয়ে দিতে পারে না তাদের অর্থ সহযোগিতা করে যাচ্ছি। তিনি বলেন ঈগল প্রতিকে ভোট দিয়ে বিশ্বাস ভাইকে এমপি বানালে তিনি উন্নয়ন করবেন, কারণ তিনি উন্নয়নমুখী। আপনারা যে কোনো দাবি নিয়ে তার কাছে যেতে পারবেন।
জনসভায় চৌহালী উপজেলা আ.লীগের সহসভাপতি আবু নজির মিয়া, জেলা পরিষদের সাবেক সদস্য গনী মোল্লা, ঘোড়জান ইউপি চেয়ারম্যান রমজান আলী, উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম শিকদার, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আ লীগের নেতৃবৃন্দ্র উপস্থিত ছিলেন।