ডিএনবি ডেস্কঃ
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাসের ঈগল প্রতিকের পক্ষে নির্বাচনী সভা করেছেন বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম মন্ডল।
মঙ্গলবার (২ জানুয়ারী) দুপুর ও সন্ধ্যায় চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের উমারপুর বাজার ও হাপানিয়া বাজার সংলগ্ন মাদরাসা মাঠে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন গ্রাম থেকে মিছিল নিয়ে যোগ দেয় ঈগল সমর্থকরা, এতে নির্বাচনী সভায় মানুষের ঢল দেখা যায়। এ সভাকে শ্লোগানে শ্লোগানে মাতিয়ে রাখে ঈগল সমর্থক নেতাকর্মীরা।
নুর নবী প্রামাণিক ও উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল’র সভাপতিত্ব ও ডা. সেলিম রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ.লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস জাহাঙ্গীর কবির রানা, শিল্পপতি নজরুল ইসলাম মন্ডল, শিল্পপতি মজিবুর রহমান, উমারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা, কাশিমপুর গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক মিজানুর রহমান প্রমুখ।
শিল্পপতি নজরুল ইসলাম মন্ডল তার বক্তব্যে বলেন শীত, বন্যা, নদী ভাঙন সহ যে কোনো দূর্যোগে আপনাদের পাশে ছিলাম, আছি। যাদের ঘর নাই তাদের ঘর দিচ্ছি, যারা অর্থের অভাবে চিকিৎসা ও মেয়ের বিয়ে দিতে পারে না তাদের অর্থ সহযোগিতা করি। অসংখ্য মসজিদ মাদরাসায় সহযোগিতা তো আছেই। এছাড়াও আপনাদের যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি পাশে থাকবো। তিনি বলেন ঈগল প্রতিকে ভোট দিয়ে বিশ্বাস ভাইকে এমপি বানালে তিনি উন্নয়ন করবেন কারণ তিনি উন্নয়নমুখী। আপনারা যে কোনো দাবি নিয়ে তার কাছে যেতে পারবেন। পরে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে মাদরাসার পুকুর ভরাটের জন্য নগদ এক লক্ষ টাকা দিয়ে যান তিনি।
নির্বাচনী সভায় উপজেলা আ.লীগের কার্যকরী সদস্য কামরুল ইসলাম, উমারপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আলমগীর সরদার, উমারপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ছালাম ফকির, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল কাহহার মোল্লা, ইউপি সদস্য কামরুজ্জামান ও বাচ্চু মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে রাতে উপজেলার কোদালিয়া বাজার সংলগ্ন মাঠে আব্দুল হাই নুরীর সভাপতিত্বে ঈগলের পক্ষে পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব হযরত আলী মাষ্টার সহ আরও উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) আবু নজির মিয়া, উপজেলা আ.লীগের সহসভাপতি নুর হোসেন মোহাম্মদ সঞ্জু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাসুম শিকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন সিদ্দিকী প্রমুখ।