সিমলান সিদ্দিক, পাবনাঃ
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী, এবারের ১২তম সংসদ নির্বাচনে আঃ হামিদ মাস্টার ট্রাক প্রতিক নিয়ে চাটমোহর পৌর সদরসহ বিভিন্ন এলাকায় গত রোববার (২৪ ডিসেম্বর) দিনভর ব্যাপক গণসংযোগ করেছন। এছাড়া তার ট্রাক প্রতিকের সমর্থনে একাধিক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সেদিন সকালে পুরুষের পাশাপাশি পছন্দের প্রার্থীর ট্রাক প্রতিকের সমর্থনে মহিলারা একটি মিছিল বের করে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মহিলারা স্বতন্ত্র প্রার্থী আঃ হামিদের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং পথচারীদের মাঝে ট্রাক প্রতিকের লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন।
এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জসিম,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ সামাদ,পৌরসভার কাউন্সিলর কামরুল হাসান মিন্টু,আওয়ামী লীগ নেতা সেকেন্দার আলী,যুবলীগ নেতা রাজিব,মিলনের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে রোববার দুপুরে একটি মিছিল পৌর সদর প্রদক্ষিণ করে। তারা স্বতন্ত্র প্রার্থী ট্রাকের লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী আঃ হামিদ মাস্টার রোববার সকাল থেকে চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং একাধিক পথসভায় বক্তব্য দেন। এসময় বক্তব্যে কালে তিনি বলেন নির্বাচনে জয়যুক্ত হলে এলাকার রাস্তাঘাট সহ নানামুখী উন্নয়নমুলক কাজে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশ্বস্ত করেন।