নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ-৫ আসনের চৌহালী উপজেলার বাঘুটিয়া ও খাষপুখুরিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস এর পৃথক দুটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাঘুটিয়া ইউনিয়নের জনসভা অনুষ্ঠিত হয় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকীর বাড়ির মাঠে।
বাঘুটিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে জনসভায় যোগ দেয় নেতাকর্মীরা, এতে জনসমুদ্রে রুপ নেয় এ জনসভা। প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসকে পেয়ে শ্লোগানে শ্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করে স্থানীয় নেতাকর্মীরা।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হযরত আলী মাষ্টারের সভাপতিত্ব ও কামরুল হায়দার মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সাবেক সচিব হুমায়ুন খালিদ, সাবেক ছাত্রনেতা ও শিল্পপতি মজিবুর রহমান, উপজেলা আ.লীগের সহসভাপতি মিয়ান বোরহান উদ্দিন, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, বাঘুটিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল কাহ্হার সিদ্দিকী, উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল, বিআরটিসি কর্মচারী শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক রেজা, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
আব্দুল লতিফ বিশ্বাস তার বক্তব্যে বলেন গত ১০ বছরে সারাদেশের উন্নয়ন হলেও চৌহালী-বেলকুচির কোনো উন্নয়ন হয়নি। আমি নির্বাচিত হলে রাস্তাঘাট, নদী ভাঙন রোধ সহ আপনাদের সকল দাবি পূরণ করবো, ইনশাআল্লাহ।
নির্বাচনী জনসভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবু নজির মিয়া, বাঘুটিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ফকির শরিফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মানিক মিয়া। এছাড়াও আব্দুল লতিফ বিশ্বাস এর সফর সঙ্গী হিসেবে বেলকুচি উপজেলা আ.লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মাখন, বেলকুচি উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।