আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার আটপাড়া উপজেলার রামসিদ্ধ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.আব্দুল কুদ্দুছ গোমেজ (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার রাত ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
আটপাড়ার তেলিগাতী ইউনিয়নের রামসিদ্ধ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস গোমেজ কে বুধবার দুপুরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম ও নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ, ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান নন্দন, গভীর শোক প্রকাশ করেছেন।