মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছা প্রতিনিধিঃ
মুক্তাগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ এর সাথে মুক্তাগাছা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ ডিসেম্বর ) সন্ধায় মুক্তাগাছা প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মুক্তাগাছা প্রেসক্লাবের সভাপতি এ এফ এম সালামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী,এম নজরুল ইসলাম, সিরাজ সরকার, মাহবুবুল আলম রতন,বুলবুল,এম ইউসুফ আলি,ফেরদোস আলম,মোফাজ্জল হোসেন,নাসির ফকির,খালেদ খুররম পারভেজ,রাশিদুল আলম শিমূলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি ফারুক আহম্মেদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশীরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে।
অপরদিকে সাংবাদিকরা বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের সহায়ক। সাংবাদিক পুলিশ প্রকৃত অর্থে দেশ তথা জাতির মঙ্গল কামনায় কাজ করলে দেশ সোনার বাংলায় পরিণত হবে। সাংবাদিকের হাতে কোনো অস্ত্র নেই, একটি কলম পকেটে নিয়ে ২৪ ঘন্টা যেন অতন্দ্র প্রহরীর ন্যায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।