খালেদ খুররম পারভেজ, ময়মনসিংহঃ
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে আজ সকালে ময়মনসিংহ নগরীর রফিক উদ্দীন ভুঁইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসন, ময়মনসিংহের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে বিজয় দিবসের যথাযথ মর্যাদায় উৎযাপিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ মোঃ আবিদ হোসেন, ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার, ময়মনসিংহ মাছুম আহাম্মদ ভুঞা।
অনুষ্ঠানে বিভিন্ন বাহিনীর সাথে সাথে ময়মনসিংহের বিভিন্ন বিদ্যাপীঠের শিক্ষার্থীরাও মার্চ পাস্টে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকগণ।