আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে যোগদান করেছেন মো. তাওহীদুর রহমান। এর আগে তিনি নেত্রকোনার মদন থানায় ওসি পদে দায়িত্ব পালন করেন। সোমবার মদন থানা থেকে তিনি আটপাড়া থানায় যোগদান করেন। আটপাড়া থানায় যোগদান করায় প্রতিদিনের আটপাড়ার সম্পাদক ও প্রকাশক, আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷ এ সময় উপস্থিত ছিলেন প্রতিদিনের আটপাড়ার নির্বাহী সম্পাদক শ্যামল চন্দ্র শ্যাম, দৈনিক আজকের পত্রিকার আটপাড়া উপজেলা প্রতিনিধি ও প্রতিদিনের আটপাড়ার মফস্বল সম্পাদক ফয়সাল চৌধুরী৷ নবাগত ওসি তাওহীদুর রহমান সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।