আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার আটপাড়ায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী নিহত হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার নেত্রকোনা-মদন রোডে তেলিগাতী ইউনিয়নের মাটিকাটা গ্রামে নেহাল
বিফের কাছে মোটরসাইকেল গতি হারিয়ে
এ দূর্ঘটনা ঘটে। নিহত রমা সরকার (২৬) খালিয়াজুরী উপজেলার লেইপসিয়া গ্রামের নিবারণ সরকারের মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সকালে মোটরসাইকেল যোগে মদন থেকে নেত্রকোনার যাবার পথে আটপাড়ার মাটিকাটা
গ্রামে নেহাল ব্রিফ ফিল্ডের কাছে
স্পিড ব্রেকার পার হওয়ার সময় মোটরসাইকেল গতি হারালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওই নারী।
এতে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।