আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার জেলার আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন লিটুস লরেন্স চিরান। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর ) দুপুরে তিনি যোগদান করেন । লিটুস লরেন্স চিরান সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ এর স্থলাভিসিক্ত হন। নব নিযুক্ত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় সৌজন্য সাক্ষাত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সাক্ষাৎ করেন উপজেলা নির্বাহী প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেসকাতুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়জুন নাহার নিপা, যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাসুদুল করিম, সমাজ সেবা কর্মকর্তা জালাল উদ্দীন, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আটপাড়া উপজেলা সহকারী আশরাফুল আলম সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, প্রতিদিনের আটপাড়ার সম্পাদক ও প্রকাশক আসাদুজ্জামান খান সোহাগ, দৈনিক আজকের পত্রিকার আটপাড়া উপজেলা প্রতিনিধি ফয়সাল চৌধুরী প্রমুখ। নব যোগদানকারী ইউএনও লিটুস লরেন্স চিরান উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেছেন।