আল-আমিন, রায়গঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করায় এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ডিসেম্বর) দুপুরে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের মন্ডলপাড়া নামক স্থানে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কর্তন করায় এক ব্যাক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দুপুরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, কৃষি জমি রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, রায়গঞ্জ থানা পুলিশ ও ব্রহ্মগাছা ইউনিয়ন ভূমি কর্মকর্তা সহ আরো অনেকে।