সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি বিধি লংঘন করে অবৈধ ভাবে কৃষি জমিতে ও জনবসতিপূর্ণ এলাকায় ২টি অটোরাইচ মিলের নির্মাণ কাজ চলছে। এই নির্মাণ কাজ বন্ধের দাবিতে বুধবার সকাল ১০ টায় এলাকাবসী মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছে।
জানাযায়, উপজেলার চান্দাইকোনা ইউপির (ঢাকা-বগুড়া) মহাসড়কের তাঁতবাড়ি এলাকায় স্থানীয় হাজী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে মানববন্ধনে অংশ গ্রহণ করে ভুক্তভোগী মহল।
এসময় বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালী পান্না আহমেদ লাইসেন্স বিহীন অবৈধ সামি অটো রাইচ মিল ও আনারুল গংরা বিসমিল্লাহ অটো রাইচ মিল গড়ে তুলছে। এই অবৈধ আটো রাইস মিল নির্মাণ কাজ অবিলম্বে বন্ধের দাবিতে ইতিমধ্যেই সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগও দাখিল করা হয়েছে।
এই আটো রাইস মিল নির্মাণ কাজ বন্ধ না করা হলে অটোমিলের বিষাক্ত কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাসের কারনে এলাকার মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়বে।
পরিবেশ ও তিন ফসলী জমি রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ব্যাবসায়ী ফিরোজ মাহমুদ, আব্দুল আজিজ, জহুরুল ইসলাম আকন্দ, এস এম সোহাগ হোসেন সহ প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল চান্দাইকোনা তাঁতবাড়ী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।